180514

১৫ নভেম্বর থেকে সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু হবে

সোহানুর রহমান (সাহেদ):

সৌদি আরবে অবস্থানরত শ্রম ও রেসিডেন্সি আইন ভঙ্গকারী প্রবাসীদের বিরুদ্ধে আসছে ১৫ নভেম্বর থেকে যৌথভাবে অভিযান পরিচালনা করবে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দেশটির বার্তা সংস্থা ‘এস পি এ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবের নাগরিক ও বৈধ প্রবাসীদের প্রতি, কোন অবৈধ প্রবাসীকে আশ্রয় না দেয়ার আহবান জানানো হয়েছে।

 

অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে সৌদি কর্তৃপক্ষ অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে নিজ দেশে ফিরে যাবার নির্দেশ দেয়। এ সময়সীমা ১৪ নভেম্বর শেষ হবে।

ad

পাঠকের মতামত