
নিজ মেয়েদের দিয়ে পতিতাবৃত্তি করাতেন মা!
সম্প্রতি মালয়েশিয়ার এক নারীকে তার নিজের দুই জন অপ্রাপ্ত বয়স্ক কন্যাদের দিয়ে পতিতাবৃত্তি করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৫০ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত।
মালয়েশিয়ার ওই ৩৯ বছর বয়সী নারী একজন ‘সিংগেল মাদার’। সে তার নিজের অপ্রাপ্ত বয়স্ক (১০) ও (১৩) বছর বয়সী দুই মেয়েকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করত।
লারকিন পারদানা নামের এলাকার সস্তা হোটেলে নিজের দুই মেয়েকে বাংলাদেশি পুরুষদের কাছে ভাড়া দিত নারী। নিজের মেয়েদের প্রতিবার যৌনকর্মে লিপ্ত করার বিনিময়ে সে ৫০ রিঙ্গিত করে নিত।
যৌনকর্মে লিপ্ত থেকে যে অর্থ পেত তা থেকে মেয়েদের ওই মা কখনো ১, কখনো ২, কখনো, ১০-২০ রিঙ্গিত করে দিত।
২৫ অক্টোবর পুলিশ অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে। সে আদালতে শুনানির সময়ে লঘু দণ্ডের অনুরোধ জানায়। তিনি বলেন, আমার (৩) ও (৪) বছর বয়সী দুটি বাচ্চা আছে। বাচ্চাদের কথা বিবেচনা নিয়ে আমার শাস্তি কমিয়ে দিন।
তবে ওই নারীর এসব কথায় বিচারকের মন গলেনি। অমানবিক এই কাজের জন্য তাকে ১০টি অভিযোগে সব মিলিয়ে ১৫০ বছরের সাজা দেন বিচারক।