180056

শহরে ভিক্ষে নিষিদ্ধ, অবাক হবেন আপনি কারণ জানলে


এ রাজ্যের সঙ্গে আরও ১৯টি রাজ্যেও রয়েছে ভিখারি-নিষিদ্ধ আইন। কিন্তু তা সবসময় প্রয়োগ করা হয় না। ভারতীয় শহর গুলিতে ভিখারিদের রাস্তা ঘাটে দেখতে পাওয়া যায়। সেই নিয়ে নতুন নির্দেশিকা এল।

রাস্তাঘাটে ভিখারিদের জন্য দুর্ঘটনা বাড়ছে। কারণ পথচারীরা ও গাড়িচালকদের মনঃসংযোগ ব্যাহত হচ্ছে পথচারীদের জন্য।

এছাড়াও অশ্লীলতার দায়ে পড়েছেন ভিখারিরা। তাঁদের অনেকেই অশ্লীলভাবে ভিক্ষে আদায় করার চেষ্টা করছেন, ফলে অস্বস্তিতে পড়ছেন গাড়িচালকরা।

ফলে ভিক্ষে করাটা সাধারণ জনগণের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে। একদিকে ভিখারিদের এই কার্যকলাপে বিরক্তি, অস্বস্তি বাড়ছে, অন্যদিকে গাড়ি চলার ক্ষেত্রেও বিপত্তি হচ্ছে। বিপাকে পড়ছেন পথচারীরাও।

এই সব কারণেই হায়দরাবাদ শহরে নিষিদ্ধ করা হল ভিক্ষে করা। একবার গ্রেফতার হলে ছয় মাস জেলে কাটাতে হতে পারে ভিখারিদের। ১৯৭৭ সালের আইনকে হাতিয়ার করেই এই নতুন নির্দেশিকা জারি হয়েছে।

পশ্চিমবঙ্গেও ভিক্ষা নিষিদ্ধ করার আইন রয়েছে। ১৯৪৩ সালের একটি আইন মোতাবেকই ভিখারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে পশ্চিমবঙ্গ সরকারও।

এ রাজ্যের সঙ্গে আরও ১৯টি রাজ্যেও রয়েছে ভিখারি-নিষিদ্ধ আইন। কিন্তু তা সবসময় প্রয়োগ করা হয় না।

এবার হায়দরাবাদ শহরে এই নির্দেশিকা জারির পিছনে অবশ্য অন্য কারণও দেখছেন অনেকে। নভেম্বরেই এই শহরে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প।

উদ্যোগ পতিদের বিশ্ব সম্মেলনে যোগ দিতেই তাঁর এই শহরে আসার কথা। তার আগেই ভিখারি-নির্মূল করতে নেমেছে হায়দরাবাদ।

ad

পাঠকের মতামত