179987

নোয়াখালীতে উঠছে পানির বদলে গ্যাস

নিউজ ডেস্ক : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়ন থেকে গভীর নলকুপ থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছে। উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ডে কেরামতপুর গ্রামের আবুল মাঝির বাড়ির জামাল উদ্দিনের স্থাপিত নলকূপের মুখ দিয়ে এক মাস ধরে বের হচ্ছে এই গ্যাস।

নলকূপের মালিক জামাল উদ্দিন জানান, গত এক মাস আগে বাড়ির পাশে বোরো চাষে পানি সেচ দেওয়ার জন্য ৪ ইঞ্চি ব্যসের ৪শ ২০ ফুট পাইপ স্থাপন করে ২ দিন পানি সেচ দেওয়ার পর হঠাৎ পানি উঠা বন্ধ হয়ে যায়।

পরবর্তীতে নলকূপের মিস্ত্রিকে খবর দিলে তিনি বার বার চেষ্টা করে পানি উঠাতে ব্যর্থ হন।

তিনি আরো জানান, কূপের পাশে বসে বিশ্রাম নেওয়ার সময় পাইপ দিয়ে বের হওয়া গ্যাসের আভা তার চোখে পড়ার পর তিনি দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন দিলে জ্বলে উঠে।

এদিকে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক মো. সাহাব উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে বৃহস্পতিবার বিকেলে জানান, নলকূপের পাইপে দিয়াশলাই জ্বালালে আগুন জ্বলে ওঠে। আগুনের উচ্চতা দেড় থেকে দুই ফুট।

প্রাথমিকভাবে এটিকে পকেট গ্যাস (পরিমাণে অল্প) বলেই মনে হচ্ছে। এরপরও এ বিষয়ে আমাদের কুমিল্লা হেড অফিসে চিঠির মাধ্যমে জানানো হবে। তারা চিঠির মাধ্যমে বাপেক্সে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করবেন।

ad

পাঠকের মতামত