179826

মাত্র ১৩৫ রানেই আটকে গেলেন নাসিররা

টানা তিন জয়ের পর নিজেদের চতুর্থ ম্যাচে অনেকটা নিজেদের ছায়া হয়েই থাকল সিলেট সিক্সার্সের ব্যাটিং। বুধবার বিপিএলে সিলেট পর্বের শেষ খেলায় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা করেছে ১৩৫ রান। খুলনা টাইটান্সের সামনে ১৩৬ রানের লক্ষ্য।
.
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তটি কার্যকর প্রমাণিত হয়েছে খুলনার জন্য। মাত্র ১৯ রানেই ফর্মে থাকা সিলেট ওপেনার আন্দ্রে ফ্লেচারের উইকেটটি পায় তারা। ১ রান পর সাব্বির রহমানও ফিরে যান প্যাভিলিয়নে। কোন রান পাননি তিনি। এরপর দুই লঙ্কান সতীর্থ উপুল থারাঙ্গা ও দানুশকা গুনাথিলাকা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। কিন্তু ২৬ রান করেই দলীয় ৫৩ রানের মাথায় উইকেট হারান শেষ তিন ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান থারাঙ্গা।

দলীয় ৬৭ রানে গুনাথিলাকা উইকেট হারালে হাল ধরেন অধিনায়ক নাসির হোসেন ও রস হুইটলি। পঞ্চম উইকেটে তাদের ৫৭ রানের জুটি লড়াই করার মত স্কোর এনে দেয় সিলেটকে। হুইটলি ২৭ রান করে আউট হন। নাসির অপরাজিত থাকেন ৪৭ রান করে। খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ ১২ রান খরচায় দুই উইকেট পেয়েছেন। ২ উইকেট পেয়েছেন জফরা আর্চারও।

ad

পাঠকের মতামত