179717

যে শহরে মানুষ মরে যাওয়া মানা ! কিন্তু কেন?

এই পৃথিবীতে আমরা কিছু কিছু জিনিস দেখে অবাক হয়। আবার কিছু কিছু জিনিস দেখে ভয় পাই। আবার কিছু কিছু জিনিস দেখে চমকে উঠি। আবার কিছু কিছু বিষয়ে জেনে ভাবি সত্যি বড়ই বিচিত্র এই পৃথিবী। অনেক সময় মনে হয় বড়ই রহস্যময় এই পৃথিবী।

আজকে জুমবাংলার পাঠকদের জন্য রয়েছে একটি শহরের গল্প যেখানে মরে যাওয়া মানা। বলছিলাম সাভালবার, লংইয়ারবানের শহরটির কথা। এটি পৃথিবীর সবচাইতে উত্তর দিকে অবস্থিত জনবসতিগুলোর মধ্যে একটি। এই শহরে কোনো মানুষের শহরে মরে যাওয়া মানা! শুনে কি বিশ্বাস হচ্ছে না? সত্যিই সেখানে মরে যাওয়া মানা।

যদিও সেখানে একটি গোরস্থান রয়েছে, তবে বিগত ৭০ বছর ধরে এখানে কাউকে দাফন করা হয় না। এর কারণ হলো, এলাকাটি এতোটাই ঠাণ্ডা যে, তা মৃতদেহগুলোকে নিঃশেষিত হতে বাধা দেয়, যার কারণে মৃতদেহের প্রতি বন্য পশুদের আকর্ষণ বেড়ে যায়। তাই সেখানকার মৃতপ্রায় মানুষদেরকে যত দ্রুত সম্ভব নরওয়ের মূলভূমিতে স্থানান্তর করা হয়। সত্যিই অদ্ভুত এই শহরের গল্প।

ad

পাঠকের মতামত