179711

ব্রেকিং নিউজ: এখন থেকে প্লে স্টোরে অ্যাপস বিক্রির সুবিধা পাবে বাংলাদেশ


বাংলাদেশের অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপারদের জন্য দারুন এক সুসংবাদ।

গুগল তাদের ঘোষণায় জানিয়েছে, এখন থেকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার অ্যাপ ডেভেলপাররা গুগল প্লে স্টোরে তাদের অ্যাপস বিক্রি করতে পারবে।

বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার জন্য প্লে স্টোরে এতদিন মার্চেন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ ছিল না। ফলে কেবলমাত্র ফ্রি অ্যাপস পাবলিশ করতে হতো। তবে এবার বাংলাদেশের ডেভেলপাররা পেইড অ্যাপস উন্মুক্ত করার সুবিধা পাবে। মার্কিন ডলার মূল্যে বিক্রি করতে পারবে তাদের অ্যাপস।
বাংলাদেশের অ্যাপ ডেভেলপার এবং ব্যবহারকারী- উভয়ের জন্যই এটা দারুন ব্যাপার। সরাসরি গুগল প্লে স্টোরে অ্যাপস বিক্রি করতে পারায় দেশে আরো অনেকেই অ্যাপস ডেভেলপমেন্টে উৎসাহী হবে এবং ব্যবহারকারীরা জন্য সুযোগ তৈরি হবে ভালো অ্যাপটি বেছে নেওয়ার।

তথ্যসূত্র : অ্যান্ড্রয়েড পুলিশ

ad

পাঠকের মতামত