৯১ বছরের বৃদ্ধাকে বিয়ে করলো ২৩ বছরের তরুণ ! কিন্তু কেন?
প্রেম ভালবাসা নিয়ে আজকাল কত ঘটনাই না ঘটছে। অনেক সময় দেখা যায় বয়সের বিশাল পার্থক্য থাকা সত্যেও প্রনয় ঘটে থাকে। এরকম ঘটনা হর হামেসাই ঘটে থাকে। কিন্তু তাই বলে টাকার লোভে ৯১ বছরের বৃদ্ধার সাথে প্রেম!
হ্যা, ঠিক এমনটাই ঘটেছে আর্জেন্টিনার ২৩ বছরের তরুণ মরিসিও ওসোলা ও ৯১ বছরের ইয়োলান্ডা টরেসকে নিয়ে। জানা যায়, সম্প্রতি তারা বিয়ে করেছেন।
আইন অনুযায়ী ঐ মহিলা মরার পর পেনশনের টাকার মালিক হবেন মরিসিও। এদিকে বিয়ের ২৪ দিনের মাথায় ‘হানিমুনে’ গেলে বার্ধক্যজনিত রোগে সেখানেই ওই বৃদ্ধার মৃত্যু হয়।
সঙ্গে সঙ্গে পেনশন নিজের নামে করতে মরিসিও উঠে পড়ে লেগে যান। কিন্তু রাজি নয় সরকার। কারণ মরিসিওর প্রতিবেশীরা বলছেন, এই বিয়ের কোনো খবর তাদের কাছে নেই।
ওই তরুণ এখন আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। তার দাবি, ভালোবেসে বিয়ে করেছিলেন টরেসকে, পেনশনের লোভে নয়। তিনি আশায় আছেন কোর্টের রায় তার পক্ষে যাবে।