179615

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

একদিন বিরতি দিয়ে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে চিটাগাং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক মোহাম্মদ নবী। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

বিপিএলের পঞ্চম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে চিটাগাং ভাইকিংস। দলটির নেতৃত্ব দিবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক। মূলত দেশি তারকা নির্ভর দলটি তে রয়েছেন সৌম্য সরকার, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, শুভাশিস রায়, সানজামুল ইসলাম, আল আমিন জুনিয়ররা। বিদেশিদের মধ্যে রয়েছেন লুক রনকি, লিয়াম ডসন, জিবন মেন্ডিস, সিকান্দার রাজা, জার্মেইন ব্ল্যাকউড, দিলশান মুনাবিরারা।

এদিকে শুরুটা ভালো হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সিলেট সিক্সার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৪ উইকেটে হেরে যায় দলটি। ইনজুরির কারণে খেলতে পারছেন না তামিম। তার পরিবর্তে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন আফগান তারকা মোহাম্মদ নবী। তারকা বহুল দলটিতে রয়েছেন মারলন স্যামুয়েলস, ডোয়াইন ব্রাভো, রশিদ খান, জস বাটলরদের মতো পারফর্মার। এ ম্যাচে জয় দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া দলটি।

ad

পাঠকের মতামত