আম্পায়ারকে গালি দেয়ায় সাব্বিরকে জরিমানা
বিপিএলের আম্পায়ারকে গালি দেয়ায় সিলেট সিক্সারসের আইকন খেলোয়াড় সাব্বির রহমানকে জরিমানা করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কাল কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচ শেষে প্রতিপক্ষের খেলোয়াড় ও আম্পায়ারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় সাব্বির গালি দেন আম্পায়ার মাহফুজুর রহমানকে। এই ঘটনায় তাকে জরিমানা করা হয়।
দলের পক্ষ থেকে জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক ও সিলেটের টিম ডিরেক্টর ফারুখ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, আম্পায়ারের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় সাব্বির এমন আচরণ করেছেন। আচরণবিধি ভঙ্গের দায়ে তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে।
যেটির অংক প্রায় দেড় লাখ টাকা। এই ঘটনায় তাঁর নামের পাশে যোগ হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন জাতীয় দলের এই ক্রিকেটার।