179012

যে কারণে ধূমপান ছেড়ে দিয়েছিলেন বারাক ওবামা

 


যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ধূমপান ছেড়ে দিয়েছিলেন। কেন তিনি তার প্রিয় ধূমপান ছেড়েছিলেন সে সম্পর্কে নতুন তথ্য দিয়েছেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার জন বেইনার।

সম্প্রতি রাজনীতি বিষয়ক অনলাইন পোর্টাল ‘পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে জন বেইনার বলেন, স্ত্রী মিশেলের ‘মৃত্যুর ভয়ে’ ধূমপান ছেড়ে দিয়েছিলেন বারাক ওবামা।

সাক্ষাৎকারে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ওবামার ধূমপান আসক্তি এবং স্ত্রী মিশেলের সঙ্গে তার সম্পর্কের রসায়ন বিষয়ে বিভিন্ন কথা বলেছেন বেইনার।

তিনি বলেন, তিনি কখনো ওবামাকে চুপ করে হলেও সিগারেট ধরাতে দেখেননি। আর এর জন্য সব কৃতিত্ব মিশেলের।

২০১১ সালের ফেব্রুয়ারিতে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের জন্য চ্যাম্পিয়ন হন তৎকালীন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। তখন তিনি বলেছিলেন, তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট এক বছরের বেশি সময় ধরে ধূমপান ছেড়ে দিয়েছেন।

স্ত্রী মিশেলের মৃত্যু নিয়ে ভয় পেতেন ওবামা। আর তাই তাকে সিগারেটে প্রলুব্ধ হতে দেখা যায়নি বলেও জানান বেইনার।

ad

পাঠকের মতামত