178966

মনে আছে কি তাসকিনকে স্বামী বলে পরিচয় দেওয়া সেই ঢালিডউ নায়িকার কথা, এখন কি হবে?

তাসকিন তুমি কার? বছর খানেক আগে এমন প্রশ্নে সরব ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম। হালের এক নবাগত ঢালিডউ নায়িকা ফেসবুকে ২২ বছরের তরুণ পেসারকে রীতিমতো নিজের স্বামী বলে পরিচয় দিতেন। তাসকিনের পরিবারও তাতে বিব্রত ছিল।

অবশেষে সাউথ আফ্রিকা সিরিজের পর দেশে ফিরেই তাসকিন ঘোষণা দিলেন তিনি সৈয়দ রাবেয়া নাঈমার। মঙ্গলবার রাতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

তাসকিনের দুলাভাই তানভীর খান উজ্জ্বল বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তারপর থেকে প্রশ্ন উঠেছে তাহলে সেই নায়িকার এখন কি হবে? সে এখন কি বলবেন।

তিনি জানান, তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে সাইয়েদা রায়েবা নাঈমা’র সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। লালমাটিয়ায় তাসকিনের স্ত্রী রাবেয়ার পৈতৃক বাড়িতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

বছর খানেক আগেই ঘরোয়া ভাবে গোপনে তাসকিন-রাবেয়ার আংটি বদল অনুষ্ঠিত হয়। এরপর ২০১৭ সালের অক্টোবরের শেষ দিনে নতুন ইনিংসে পা দিলেন তাসকিন।

স্ত্রী নাঈমা বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতিতে স্নাতক বিভাগের শিক্ষার্থী। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মাত্র শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে মঙ্গলবার সকালেই দেশে ফেরেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্ট, তিনটি ওয়ানডে আর দুইটি টি-টোয়েন্টি মাচের পূর্ণাঙ্গ সিরিজে একটি টেস্ট ছাড়া বাকি সব ম্যাচেই মূল একাদশে ছিলেন তাসকিন। যদিও বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি।

২০১৪ সালের এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় তাসকিনের। একই বছর জুনে ভারতের বিপক্ষে ওয়ানডে খেলতে নামেন।

এরপর টেস্টের জার্সি গায়ে চাপাতে চাপাতে তিন বছর কেটে যায়। ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন।

ad

পাঠকের মতামত