অ্যাশলের গোপনাঙ্গে ট্যাটু, শোবিজ দুনিয়ায় তোলপাড়!
আমেরিকান মডেল অ্যাশলে গ্রাহাম মাঝেমধ্যেই এমন সব কাণ্ড করে বসেন যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় শোবিজ দুনিয়ায়। এবারও তেমনই এক ঝড়তোলা কাণ্ড ঘটিয়েছেন তিনি।
সম্প্রতি অ্যাশলে অনলাইনে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর তাতেই হৈ চৈ পড়ে গেছে। সেসঙ্গে অনলাইনে উষ্ণতার পারদ উঠছে তীব্র গতিতে। সেসবের মধ্যে গোপনাঙ্গে ট্যাটু করা একটি ছবি শেয়ার করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যেটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। ছবিটিতে দেখা গেছে, অ্যাশলে বিকিনি পরে তা তুলেছেন। যেখানে নিজের নতুন ট্যাটু দেখাতে আন্ডারওয়্যারটা বেশ খানিকটা নীচে নামিয়েছেন তিনি।
সম্প্রতি বাহামাসে ছুটি কাটাতে গিয়েছিলেন অ্যাশলে। আর সেখানেই বিকিনিতে একেবারে বোল্ড লাগছিল তাকে। বিকিনিতে বেশ কিছু সেক্সি ফটোশুটও করেছেন তিনি। এছাড়াও একটি ভিডিও শুট করেন। যেখানে তার গোপনাঙ্গে আঁকা এই ট্যাটুটি দেখিয়েছেন। একটি কিংবা দু’টি নয় বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে সেগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। কালো এবং সাদা বিকিনিতে অ্যাশলে ঝড় তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বৃশ্চিক চিহ্নে ট্যাটু এঁকেছিলেন তিনি। আর ‘বাহামা মামা’ নামে ক্যাপশন দিয়ে ছবিটি শেয়ার করেছেন।