178797

কয়েক ঘণ্টার মধ্যেই ১ লাখ ৭৬ হাজার বজ্রপাত!

অতি সম্প্রতি বাংলাদেশসহ সারা বিশ্বেই বজ্রপাতের পরিমাণ ভয়াবহ রকমের বেড়েছে। তবে গতরাতে অস্ট্রেলিয়ায় যেটা ঘটেছে সেটা গোটা বিশ্বেই নজিরবিহীন।

দেশটির কুইন্সল্যান্ড রাজ্যে এক রাতের কয়েক ঘণ্টার মধ্যেই কমপক্ষে ১ লাখ ৭৬ হাজার বজ্রপাতের ঘটনা ঘটেছে।

জানা যায়, স্থানীয় সময় রবিবার দিবাগত রাতে রাজ্যে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। বয়ে গেছে ঝড়ো হাওয়া। শক্তিশালী ঝড় আর ভারী বর্ষণের কারণে মানুষের কিছুটা ভোগান্তিও হয়েছে।

রাজ্যের অধিবাসীদের বক্তব্য, গতরাত ছিল তাদের কাছে নরকের মতো। বজ্রপাতের শব্দে ভেঙে গেছে অনেক বাড়ির জানালা। বিদ্যুতের খুঁটিতে বাজ পড়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন হাজারো বাড়িঘর। এই অবস্থায় ওই রাজ্যের বাসিন্দারা চরম আতঙ্কের মধ্যে গতরাতটি অতিবাহিত করেন।

ad

পাঠকের মতামত