178470

‘ডুব’-এর রেকর্ড

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ মুক্তির প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে ১৩টি করে শো চলছে। আগে আর কোনো বাংলা ছবিরই এত শো চলেনি।

অমিতাভ রেজার ‘আয়নাবাজি’র চলেছিল সর্বোচ্চ ১০টি শো। তা-ও দ্বিতীয় সপ্তাহ থেকে। ছবির প্রযোজক আব্দুল আজিজ বলেন, ‘আমার প্রযোজিত বেশির ভাগ ছবিই সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে। আগের কোনো ছবিই এত শো পায়নি। ’ শুধু সিনেপ্লেক্সই নয়, রাজধানীর অন্য হলগুলোতেও দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গতকাল বাংলাদেশের ৩৯, ভারতের ৩৪ ও অস্ট্রেলিয়ার আটটি হলে মুক্তি পেয়েছে ছবিটি।

ad

পাঠকের মতামত