178437

এই মোল্লাবাবুর জন্য পাগল ছিল কিশোর মাশরাফি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের অহংকার, নড়াইল এক্সপ্রেস, টাইগারদের দলনেতা মাশরাফি বিন মর্তুজা যখন দুরন্ত কিশোর তখন গোটা দক্ষিণাঞ্চলের কনসার্ট মাতিয়ে বেড়াতেন এক তরুণ। তার মিষ্টি কণ্ঠে বিমোহিত ছিল যশোর, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর। মোহিত হয়েছেন বারবার , ছিল কিশোর মাশরাফিও।

তারপর কত বলে কত উইকেট খণ্ড-বিখণ্ড হয়েছে ক্রিকেটের বাইশ গজে। ডানা মেলে উড়েছে কত সুর। কিশোর মাশরাফি হয়েছেন বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল তারকা। আর তার প্রিয় শিল্পী সুরে সুরে জয় করেছেন পুরো বাংলা। ক্লোজআপ ওয়ানের মঞ্চ থেকে হয়েছেন বাংলার প্রিয়কণ্ঠ।

এক লাইভ অনুষ্ঠানে মোল্লাবাবু মাশরাফির সঙ্গে তার বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন এবং মাশরাফিকে উদ্দেশ্য করে মাশরাফির একটি প্রিয় গান করে শোনান।

ad

পাঠকের মতামত