178307

সাকিবের নেতৃত্বে ফিল্ডিংয়ে বাংলাদেশ


টেস্ট এবং ওয়ানডে সিরিজের পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় মেয়াদে বাংলদেশকে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দেবেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে চোটে আক্রান্ত ফাফ ডু-প্লেসিসের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে জেপি ডুমিনি। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ব্যর্থতার পর এবার অগ্নিপরীক্ষার সামনে অধিনায়ক সাকিব।

টেস্ট এবং ওয়ানডে সিরিজে নূন্যতম প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। হেরেছে বিশাল ব্যবধানে। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্র ফরম্যাট টি-টোয়েন্টিতে সব কিছু খুব দ্রুত ঘটে। এখানে চিন্তা-ভাবনার সুযোগ কম। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়।

তাই বেশি চাপ মাথায় না নেওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক। সতীর্থদের পুরোনো সব ভুলে নতুন সিরিজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।

ad

পাঠকের মতামত