178336

সাকিবদের ১৯৬ রানের কঠিন টার্গেট দিল প্রোটিয়ারা

সবচেয়ে বড় আফসোসের কথা হচ্ছে বাংলাদেশ দলে ভিলিয়ার্স কিংবা হাশিম আমলার মত একজন হার্ডহিটার নেই। দক্ষিণ আফ্রিকা দলে আছে।

তাই সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে ১৯৫ রান তুলল স্বাগতিকরা। জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন ১৯৬ রানের কঠিন টার্গেট। টেস্ট এবং ওয়ানডে সিরিজের তুলনায় আজ বেশ ভালো বোলিং করেছে টাইগার বোলাররা। পেস সহায়ক উইকেটে শুরুতেই সাফল্য এনে দিয়েছেন দুই স্পিনার। রানটা দুইশর নিচেই আছে। এখন পালা ব্যাটসম্যানদের।
ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দলীয় ১৮ রানেই স্বাগতিকদের প্রথম উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। এই তরুণ অল-রাউন্ডারের বলে সরাসরি বোল্ড হয়ে যান টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ভোগানো হাশিম আমলা (৩)।

এরপর ৭৯ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবি ডি ভিলিয়ার্স এবং কুইন্টন ডি কক। ২৭ বলে ৮ বাউন্ডারিতে ৪৯ রান করা বিধ্বংসী ভিলিয়ার্সকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন মেহেদি মিরাজ। মিরাজের বলে মাহমুদ উল্লাহর তালুবন্দী হন তিনি।

প্রোটিয়া দূর্গে তৃতীয় আঘাত হানেন অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বসেরা অল-রাউন্ডারের ঘূর্ণিতে ১৩ রান করে ফিরলেন প্রোটিয়া অধিনায়ক জেপি ডুমিনি। দ্বিতীয় বারের চেষ্টায় দারুণ ক্যাচ নিলেন ইমরুল কায়েস। ডুমিনির বিদায়ের পর হাফ সেঞ্চুরিয়ান ওপেনার কুইন্টন ডি কককে (৫৯) এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলেন রুবেল হোসেন। রুবেলের দীর্ঘ আবেদনের পর বেশ কিছুক্ষণ ভেবে আঙুল তোলেন আম্পায়ার।

ad

পাঠকের মতামত