178241

প্রধানমন্ত্রীকে কটূক্তি: ইমরানের বিরুদ্ধে ফের গ্রেফতারি পরোয়ানা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেয়প্রতিপন্ন করতে বিদ্রূপাত্মক ও কটূক্তিকর স্লোগান দেয়ার মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের বিরুদ্ধে আবারও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের জন্য নির্ধারিত আদালতে উপস্থিত না থাকায় এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম।

এদিকে মামলার অপর আসামি সনাতন উল্লাস আদালতে উপস্থিত হয়ে অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এর আগে জামিনের শর্তভঙ্গ করায় গত ২০ সেপ্টেম্বর আদালত ইমরান ও সনাতনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

পর দিন তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

একই সঙ্গে আদালত আগামী ২৬ অক্টোবর মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে ইমরান ও সনাতনকে আসামি করে মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৮ মে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মিছিল নিয়ে যান গণজাগরণ মঞ্চের কর্মীরা। ভাস্কর্য নিয়ে অপরাজনীতির প্রতিবাদে করা মশাল মিছিলে নেতৃত্ব দেন ইমরান এইচ সরকার। এ ছাড়া সনাতন উল্লাহ মিছিলে স্লোগান দেন। মিছিলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা হয়।

ad

পাঠকের মতামত