178126

ফেসবুকে ‘শুভ সকাল’ লেখার আগে সাবধান!

জেগেছে পাখি গাইবে গান, নতুন দিনের আহ্বান, জেগেছে সূর্য দিবে আলো, দিনটা তোমার কাটুক ভালো, জেগেছে মাঝি তুলবে পাল, সবাইকে জানাই শুভ সকাল এরকম কবিতার ছন্দে বা সরাসরি শুভ সকাল স্ট্যাটাস লিখে আমরা সাধারণত ফেসবুক বন্ধুদের শুভেচ্ছা জানাই। কিন্তু সাবধান আজ থেকে আর এ কাজটি করবেন না।

কারণ আন্তর্জাতিক সমবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’-এ প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি প্যালেস্তাইনের এক ব্যক্তি স্থানীয় ভাষায় ‘শুভ সকাল’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। যার জন্য জেল পর্যন্ত যেতে হয়েছে তাকে।

কিন্তু কী এমন গুরুতর অপরাধ করেছিলেন তিনি? জানা গেছে, সামান্য ভুল বোঝাবুঝির কারণেই এই কাণ্ড। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েলের বেইতার ইলিতে গত সপ্তাহে এক নাগরিক একটি বুলডোজারের দিকে ঝুঁকে তোলা নিজের ছবি ফেসবুকে পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে স্থানীয় ভাষায় ‘শুভ সকাল’ লেখেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে ফেসবুকের অটোমেটিক ট্রান্সলেটরে তার অনুবাদ হয়ে যায় এবং পোস্টটির অর্থ দাঁড়ায়, ‘ওদের আঘাত করো।’

এটি ইজরায়েল পুলিশের চোখে পড়ে এবং দ্রুত আটক করা হয় ওই ব্যক্তিকে। কিন্তু জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

যদিও ইংরেজিতে শুভ সকালের অনুবাদ কীভাবে এমন দাঁড়াল, তার কোনো ব্যাখ্যা শেষ পর্যন্ত মেলেনি।

ad

পাঠকের মতামত