টি-২০ দল ঘোষণা করলো বাংলাদেশ
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ আগামীকাল শেষ হচ্ছে। এরপর থেকেই শুরু হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে শনিবার (২১ অক্টোবর) ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে মুমিনুল হক কে। দলে আছেন নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন।
১৪ সদস্যের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন।