177565

এরশাদের হার্টে রিং পরানো হবে, সঙ্গে নেই পরিবারের কেউই


রিং পরানো হচ্ছে এরশাদকে, পাশে নেই পরিবারপ্রধান বিচারপতি ইস্যু ও নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কিছুটা উত্তপ্ত। কিন্তু এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে নেই । জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। বেশ কিছু দিন থেকেই তিনি অসুস্থ। বর্তমানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি আছেন জাপা চেয়ারম্যান। সেখানে তার হার্টে রিং পরানো হবে। তবে এই সময়টাতে পাশে পাচ্ছেন না স্ত্রী রওশন এরশাদকে।

চিকিৎসকেরা এরশাদের হার্টে রিং পরানোর জন্যে সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছেন। কিন্তু এরশাদের পাশে পরিবারের কেউই নেই। সঙ্গে আছেন দলের একাধিক নেতা। এমন কঠিন মুহূর্তে তাঁর স্ত্রী রওশন ছাড়াও পাশে নেই ভাই জি এম কাদের এবং ছেলে এরিক এরশাদও।

এরশাদের এমন সময়ে তার সঙ্গে পরিবারের কেউ না থাকায় দলের শীর্ষ নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে এরশাদের এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের থাকা উচিত ছিলো বলে মন্তব্য করেন নেতারা। গত সোমবার চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

দলের কয়েকজন নেতা জানান, রাজনৈতিক বিভেদ থাকতেই পারে। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক সব বিতর্ক ছাপিয়ে যায়। অন্তত এই কঠিন সময়ে এরশাদ তার স্ত্রীকে এবং পরিবারের ঘনিষ্ঠজনদের পাশে পেতে চাইবেনই।

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সঙ্গে স্ত্রী রওশন এরশাদের দ্বন্দ্বটা দীর্ঘদিনের। রাজনৈতিক পট-পরিবর্তন এবং নানা প্রেক্ষাপটের কারণে তারা দুজনে আলাদাই থাকেন। খুব সহজে দুজনকে একসঙ্গে দেখাও যায় না।

পরিস্থিতি এমন হয়ে যায় যে, কখনও কখনও জাতীয় নির্বাচনের সময়ে প্রার্থী মনোনয়ন এবং দলের কাউন্সিলকে ঘিরে সৃষ্ট দ্বন্দ্ব দুজনের ব্যক্তিগত সম্পর্ককেই আড়াল করে দেয়।

ad

পাঠকের মতামত