
কুয়েতে অগ্নিকাণ্ডে বাংলাদেশের একই পরিবারের পাঁচজন নিহত
কুয়েতের সালমিয়া অঞ্চলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মা ও সন্তানসহ বাংলাদেশের একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- রোকেয়া বেগম (৪০), জমিলা (১৪), ইমাদ (১২), নাবিলা( ৯), ফাহাদ (৩)। তাদের দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। মরদেহগুলো মোবারক আল কাবির হাসপাতালে রাখা হয়েছে।
সোমবার দুপুরে সালমিয়া পাঁচগাতা এলাকার ওই আবাসিক ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
জানা গেছে, পরিবারটি অনেক দিন ধরেই ওই বাসায় ভাড়া থাকত। ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হয়। টিন শেডের বাসা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ার কারণে শ্বাসরোধে তারা মারা যান।