কোথায় হারিয়ে গেলেন ক্লোজআপ তারকাখ্যাত নোলক বাবু?
বিচারকদের রায়ে কম নম্বর পেয়েও একটি রিয়েলিটি শোতে প্রথম স্থান দখল করে নিয়েছিলেন নোলক বাবু। তবে দর্শকদের আবেগের রায় ‘এসএমএস’ ভোট তাকে সেরা শিল্পী হিসেবে নির্বাচন করে।
অথচ বিজয়ী হবার পর তাকে আর সেভাবে খুঁজে পাওয়া যায়নি সঙ্গীতাঙ্গনে। জনপ্রিয়তার স্রোতে নিজেকে হারিয়ে ফেলেছিলেন নোলক।
পরবর্তীতে যে গান তাকে রাতারাতি নোলক বাবু তৈরি করেছিল সেই গান থেকেই দূরে সরে যান নোলক। কোনো গান গেয়েই শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করতে পারেননি তিনি।
সেই নোলক বাবু আবারো নতুন গান নিয়ে ফিরছেন। সম্প্রতি কণ্ঠ দিয়েছেন ‘পোষা ময়না’ শিরোনামের একটি মৌলিক গানে। এটি লিখেছেন সারাজাত সৌম এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন ফরহাদ।
নোলক বলেন, মডার্ন ফোক প্যাটার্ন’র গানটি করে আমার খুব ভালো লেগেছে, আশা করি শ্রোতাদেরও ভালো লাগবে। রিয়েলিটি শো’র মাধ্যমে অনেকেই রাতারাতি তারকা বনে যান। কিন্তু একটা সময় তাদের আর খুঁজে পাওয়া যায়নি।
মিডিয়াবোদ্ধারা বলছেন, হঠাৎ পরিচিতি অনেকের জন্য কাল হয়ে দাঁড়ায়। বিজয়ী হবার পর তারা কি করবেন ভেবে পান না।
অনেকেই হুটহাট কাঁচা টাকার মালিক হয়ে নিজেদের আসল কাজটাকেই বেমালুম ভুলে যান। এ ক্ষেত্রে শো আয়োজনকারী প্রতিষ্ঠানকে তরুণ শিল্পীদের সঠিক পরিচর্যার দায়িত্ব নেয়া দরকার।আরটিভি অনলাইন