176853

সেঞ্চুরি হাঁকিয়ে জবাব দিলেন ‘মি. ডিপেন্ডেবল’

খুব বাজে সময় যাচ্ছিল মি. ডিপেন্ডেবলের। একে তো টেস্ট অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন, তার ওপর চলতি সফরে পারফর্মেন্সও মুশফিকের মত হচ্ছিল না।

অবশেষে সব সমালোচনার জবাব দিলেন ‘মি. ডিপেন্ডেবল’। কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে হাঁকালেন দুর্দান্ত সেঞ্চুরি। ক্যারিয়ারের পঞ্ম সেঞ্চুরি হাঁকাতে মুশি সময় নিলেন ১০৮ বল। সর্বশেষ ২০১৫ সালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি (১০৭) হাঁকিয়েছিলেন মুশফিক।
কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। প্রায় দুই বছর পর ইনিংস শুরু করতে নেমে দারুণ ব্যাটিং করছিলেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস। কিন্তু শুরুটা ভালো হলেও ওপেনিং জুটিটা বড় হলো না বাংলাদেশের। দারুণ খেলতে খেলতেই লেংথে পিচ করে বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারি লিটনের (২১) ব্যাট ছুঁয়ে জমা পড়ল স্লিপে দাঁড়ানো ফাফ দু প্লেসির হাতে। থার্ড আম্পায়ার আউট ঘোষণা করলেন।

লিটন আউট হওয়ার পরই তিন নম্বরে চমক দেখিয়ে ব্যাটিংয়ে নামেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ২২ গজে ধুঁকছিলেন ইমরুল। ইমরান তাহিরের ঘূর্ণিতে ক্যাচ দিয়েও বেঁচে যান একবার। শেষ পর্যন্ত প্রিটোরিয়াসের শর্ট বলে বাজে শটে ফাইন লেগে ক্যাচ দিয়ে ৩১ রানে ফিরেন তিনি।

এরপর ৫৯ রানের জুটি গড়ে বিপদ সামাল দেন সাকিব এবং মুশফিক। ভালো খেলতে খেলতে ইমরান তাহিরের বলে হাশিম আমলার হাতে ধরা পড়েন সাকিব (২৯)। এরপর ভায়রা ভাই মুশফিকের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন মাহমুদ উল্লাহ রিয়াদ। প্রিটোরিয়াসের শিকার হওয়ার আগে তার সংগ্রহ ২৬। সাব্বির এসে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে রাবাদার বলে ফিরলেন ১৯ রান করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের রান

ad

পাঠকের মতামত