176565

অপুর জন্ম দিন নিয়ে যা লিখেছে ভারতের পত্রিকা আন্দন বাজার

অভিনেত্রী অপু বিশ্বাসের ভক্তদের জন্য সুখবর। খুব শীঘ্রই পর্দায় ফিরছেন অভিনেত্রী। গতকাল তাঁর জন্মদিনেই নতুন এই খবর দিয়েছেন তিনি।

নিখোঁজ থাকা, প্রেম, বিয়ে, সন্তান আর সাংসারিক টানাপড়েন। তিন বছর পর নিজের আঠাশতম জন্মদিনে নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি ছবির অন্যতম নায়িকা অপু বিশ্বাস। আর এর মধ্যে দিয়ে তিনি নিজেও হয়তো কিছুটা স্বস্তি পেলেন ব্যক্তিজীবনে।

গত তিন বছরে সর্বাধিক সংবাদ শিরোনাম এই নায়িকা। যদিও কিছু দিন আগে অপু অভিনীত বুলবুল বিশ্বাসের ছবি ‘রাজনীতি’ ছিল আলোচনায়। অপুর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল ছবিটিতে। নায়িকা হিসেবে তিন বছরে এটাই তাঁর একমাত্র ছবি। মনে করা হচ্ছিল শাকিব খানের সঙ্গে সাংসারিক টানাপড়েনের জন্যই অপুকে নতুন সিনেমায় কেউ সই করাচ্ছিলেন না। তবে সেই ধারণা পাল্টে গেল অপুর জন্মদিনে।

পরিচালক অপূর্ব রানা জন্মদিনের উপহার হিসেবে অপু বিশ্বাসকে সই করালেন তাঁর নতুন ছবিতে। যদিও ছবির নাম এবং নায়ক কে হবেন, তা এখনও জানা যায়নি। অপু জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ছবিটির শুটিং শুরু হচ্ছে। এখন তিনি সেই প্রস্তুতিতেই ব্যস্ত।
অপুর মন্তব্য, ‘‘জন্মদিনে এ ভাবে নতুন ছবির সারপ্রাইজ পাব, কল্পনাও করিনি। কী যে খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ছবির গল্পটা দারুণ। হিন্দু-মুসলমান প্রেমের সংঘাত নিয়ে সাজানো। আশা করছি দর্শকরা এই ছবিতে নতুন অপুকে খুঁজে পাবেন।’’

ad

পাঠকের মতামত