তামিম-সৌম্যকে নিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি
দুই ম্যাচ টেস্ট সিরিজে আগামী ২৮ সেপ্টেম্বর পচেফস্ট্রমের সেনউইজ পার্ক স্টেডিয়ামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে বাংলাদেশের প্রথম টেস্ট। তার আগে বেনোনিতে দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে প্রথমদিনই কুঁচকির ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। পরে ম্যাচের দ্বিতীয় দিন হাতে চোট পান সৌম্য সরকার।
তবে তামিম-সৌম্যকে নিয়ে প্রথমে কিছুটা দুশ্চিন্তা ও শঙ্কা থাকলেও পরবর্তীতে স্বস্তি ফিরেছে বাংলাদেশ শিবিরে। দুই ওপেনারকে নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও থিহান চন্দ্রমোহন।
শুক্রবার স্ক্যান করানোর দেখা যায় তামিমের বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ধরা পড়েছে। স্ক্যান রিপোর্ট দেখে চন্দ্রমোহন বলেন, ‘তামিমের মাংশপেশিতে সামান্য টান লেগেছিল। তিনি এখন ভালো আছেন। আশা করি, প্রথম টেস্টে খেলতে পারবেন। আর ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পেয়েছিল সৌম্য, তবে তার চোট গুরুতর নয়। প্রথম টেস্টের আগেই ঠিক হয়ে যাবে।’