175076

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মাশরাফিকে নিয়ে প্রশ্ন 

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বরাবরের মত যুদ্ধে নামে বারবার। এবার তার কোনো ব্যতিক্রম না হলেও খ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নতুন একটি অভিজ্ঞতার মুখোমুখি হলেন।

প্রশ্নপত্রে ইংরেজি অংশের প্যাসেজটি লেখা হয়েছে জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে! এতে ম্যাশের অধিনায়কত্ব ও ক্রিকেটে তার গৌরবময় অবদানকে তুলে ধরা হয়েছে।এমনিতেই মাশরাফি নামটি ক্রিকেটের গণ্ডি ছাড়িয়ে সারা দেশের মানুষের কাছে তুমুল জনপ্রিয়। এর মাঝে প্রশ্নপত্রে টাইগার ক্যাপ্টেনের উঠে আসা শিক্ষার্থীদের জন্য বেশ চমক জাগানো ব্যাপার বটে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা ছিল। এতে ইংরেজি অংশে মোট ৫টি প্রশ্ন করা হয় মাশরাফিকে নিয়ে।

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থীই সোশ্যাল সাইটে প্রশ্ন আপলোড করে আনন্দ প্রকাশ করেছেন। পরীক্ষার্থীরা বলছেন, মাশরাফি তাদের প্রিয় ক্রিকেটার। ম্যাশকে নিয়ে প্রশ্ন দেখা একটা চমক তো বটেই; পাশাপাশি ম্যাশকে নিয়ে প্রশ্ন দেখে তাদের চাপও নাকি অনেকটা কমে গিয়েছিল। অনেকে বলছেন, মাশরাফিকে নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রশ্নপত্র তৈরী করায় অনেক বড় সম্মান দিয়েছেন ৭টি অপারেশনের ক্ষত নিয়ে বল হাতে ২২ গজে ছুটে চলা মাশরাফিকে।

মাশরাফিকে নিয়ে প্যাসেজটি ছিল এরকম:

After two periods of captaincy cut short by his constant companion, namely injury, Masrhrafe bin Mortoza was handed over the baton once again in 2014 to lead the national side in both ODI and T-20s. The journey of Mortoza, called the “Narail Express”, as a captain coincided with the glorious transformation of the Bangladeshi Tigers from the perennial minnows to a major cricketing power. His charismatic leadership and unflinching patriotism helped Bangladesh turn into a strong unit and qualify to the quarter finals for the first time in their history in 2015 World Cup Cricket.

That too by knocking out England, the birth-land of the game and one of the favourites for the title. This spirit is induced by the brave skipper who led the Bangladesh team to beat top-class opponents like Pakistan, India and South Africa and lose narrowly to England in subsequent bilateral home series. He inspired the Tigers in qualifying to the semi-finals of 2017 edition of Champions Trophy by trumping the strong outfit of New Zealand. Moreover, Bangladesh under Mashrafe’s fearless leadership fought neck to neck with Sri Lanka on the latter’s home turf in 2017. The Tigers won more matches than lose under his shrewd stewardship, thus making the most successful of Bangladesh captains.

ad

পাঠকের মতামত