174882

দু:সংবাদ, ডাক্তারের রিপোর্টে যে রোগ ধরা পড়েছে আশরাফুলের

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে ফের দুঃসংবাদ পেতে হল। চলমান ১৯তম জাতীয় ক্রিকেট লিগের শুরুটা কি দুর্দান্তই না হয়েছিল তার! কিন্তু ম্যাচের মাঝপথেই থমকে গেল সে যাত্রা।

এবারের ঘরোয়া মৌসুমের প্রথম সেঞ্চুরিটি আসে আশরাফুলের ব্যাট থেকে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক দলের বিপক্ষে ১০৪ রানের নজরকাড়া ইনিংস উপহার দেন। কিন্তু এর পরই তার জন্য অপেক্ষা করছিল দুঃসংবাদ।

শুক্রবার প্রথম দিন ব্যাটিংয়ের পর শনিবার ম্যাচের দ্বিতীয় দিন ফিল্ডিং করেননি আশরাফুল। জ্বর থাকায় ড্রেসিং রুমেই পুরোটা সময় কাটিয়ে দিয়েছিলেন। রোববার চট্টগ্রামের মেডিসিন স্পেশালিস্ট সুজিত সাহার পরামর্শে রক্ত পরীক্ষা করানোর পর আশরাফুলের শরীরে ডেঙ্গু ধরা পরে। এরপর আজ সোমবার সকাল ১১টার ফ্লাইটে আশরাফুলকে ঢাকায় পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য।

ঢাকা মেট্রোর দলের ম্যানেজার আমিন খান বলেছেন, ‘শুক্রবার রাত থেকে আশরাফুলের জ্বর। চট্টগ্রামে ডাক্তারের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। আজ তাকে ঢাকায় পাঠানো হয়েছে।’

ad

পাঠকের মতামত