শেষ ম্যাচেও ব্যর্থ তামিম
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল শুরু করেছিলেন দারুণ। ইমাদ ওয়াসিমের প্রথম ওভারেই তিন বাউন্ডারি মারলেন বাংলাদেশের এই ওপেনার। আগের দুই ম্যাচে করেছিলেন ১৮ ও ২৩ রান। মনে হচ্ছিল আগের আগের দুই ম্যাচের ব্যর্থতা এই ম্যাচে পুষিয়ে দিবেন তামিম ইকবাল। কিন্তু তা আর হলো না, উসমান খানের বলে ১৪ রানে প্যাভিলিয়নে ফিরে যান বাংলাদেশের ড্যাশিং ওপেনার।
এর ফলে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটাও ভালো হলো না তার।
বিশ্ব একাদশের হয়ে সিরিজটি খেলে আগামীকাল সন্ধ্যায় দেশে ফেরার কথা তামিমের। বাংলাদেশ দলের সঙ্গে তাই আগামীকাল তার যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়। তামিম দক্ষিণ আফ্রিকায় রওনা দেবেন পরশু।
তামিমের মতো আজ ব্যর্থ হাশিম আমলাও। প্রোটিয়া ওপেনার রানআউট ২১ রানে। হাসান আলীর বলে বোল্ড হওয়ার আগে বেন কাটিং করেছেন ৫ রান। পাকিস্তানের দেওয়া ১৮৪ রান তাড়া করতে নেমে ৪১ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে বিশ্ব একাদশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে বিশ্ব একাদশ।