174071

অস্ট্রেলিয়া দ্রুত উইকেট হারাচ্ছে

আজ তৃতীয় দিনের খেলার শুরুতেই অস্ট্রেলিয়া শিবিরে আঘাত হানে টাইগাররা। ব্যক্তিগত ৮২ রানে রান আউটের শিকার হেয়ে সাজঘরে ফিরে গেছেন হ্যান্ডসকম্ব। এর কিছুক্ষণ পরই নিজের সেঞ্চুরি তুলে নেন ডেভিড ওয়ার্নার। কাটার মাস্টার মোস্তাফিজের বলে ইমরুলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ১২৩ রানে সাজঘরে ফিরে যান তিনি।

এর পরপরই মিরাজের ঘূর্নিতে সাজঘরে ফেরেন ১৮ রান করা কার্টরাইট। তারপর মোস্তাফিজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন ওয়েড। তার ব্যক্তিগত রান ছিল ৮। তারপর উইকেটে স্থিতি হতে থাকা ৩৮ রান করা ম্যাক্সওয়েলকে প্যাভিলিয়নের রাস্তা দেখান মিরাজ।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৩৫০ রান সংগ্রহ করেছে অজিরা। ৪৫ রানের লিড নিয়ে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ক্রিজে আছেন অ্যাগার ও কামিনস।
এর আগে আজ বুধবার ভোর থেকে পরিষ্কার থাকলেও সকাল সাড়ে ৮টার পর কালো মেঘে ঢেকে যায় চট্টগ্রামের আকাশ। আর সাড়ে ৯টার দিকে শুরু হয় অঝোর বৃষ্টি।

বৃষ্টির আগে সকাল পৌনে ৯টা মাঠে আসে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বৃষ্টি শুরুর আগ মুহূর্তে দুই দল কিছু সময়ের জন্য অনুশীলন করে। তবে সবকিছু বিগড়ে দেয় বৃষ্টি।
তার আগে প্রথম ইনিংসে ৩০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

ad

পাঠকের মতামত