173812

কোরবানির মাংসে আল্লাহু লেখা, চট্টগ্রামে তোলপাড়

কখনো পাথরে, কখনো গাছের পাতায়, কখনো মাছের গায়ে আরবি বর্ণে ‘আল্লাহ’ শব্দটি রয়েছে এমন কথা শোনা যায়। এবার চট্টগ্রামে রান্না করা কোরবানির গরুর মাংসে মিললো আরবি লেখা ‘আল্লাহু’ শব্দটি। চট্টগ্রামের বিবির হাট থেকে বৃহস্পতিবারর কোরবানির জন্য ৬০ হাজার টাকায় একটি গরু কেনা হয়।

শনিবার সকালে ওই গরু জবাইয়ের পর রান্না করা এক টুকরো মাংসে ‘আল্লাহু’ শব্দটি দেখা যায়। এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয় এলাকায়।

 

যিনি কোরবানির জন্য গরুটি কিনেছিলেন, তিনি মনে করছেন যে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার কুদরতি নিদর্শন মানুষকে দেখিয়ে থাকেন। এটি তারই একটি হতে পারে বলে।

এর আগে তো আমরা গাছের পাতায় ও ফলে, পাথরে, নবজাতকের মাথায় ও কানে এভাবে ‘আল্লাহ’ শব্দ লেখা থাকার কথা শুনেছি। বয়স্ক মানুষজন এগুলোকে আল্লাহর নিদর্শন বলেই বিশ্বাস করে বলেও তার ধারণা।

তবে যারা কোরবানির জন্য গরুটি কিনেছিলেন তারা গণমাধ্যমকে নিজেদের নাম ও ঠিকানা প্রকাশ করতে চান না। তারা চট্টগ্রাম মহানগরের নিউ মুরিং এলাকার বাসিন্দা।

ad

পাঠকের মতামত