বাবা ছেলের দেখা হলো কখন, কি করে?
সিনিয়র সুপারষ্টার আগেই বলেছিলেন ঈদের দিন জুনিয়র সুপারষ্টার তার সঙ্গেই থাকবেন। মানে এবার ছেলে আব্রাম খান জয় ঈদের দিন সকাল থেকে রাত পর্যন্ত থাকবেন বাবা শাকিব খানের সঙ্গে। সকালে কখন আসলো আব্রাম, কখন দেখা হলো বাবা ছেলের?
আজ সকালে নামাজ পড়েই কোরবানি দিয়েছেন শাকিব খান। তখন থেকেই ছেলেকে দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন। বারবার স্ত্রী অপুকে ফোন করে খবর নিচ্ছিলেন, কখন ছেলেকে আনা হবে তাঁর বাসায়। এরপর অপুর বাসায় গাড়ি পাঠিয়ে দিলেন ছেলের জন্য। দুপুরের পর গাড়িতে চড়ে আব্রাম খান জয় এলো বাবা শাকিব খানের বাসায়।
শাকিব বলেন, ‘সকালে নামাজ পড়ে কোরবানি দিয়েছি। নিজে দাঁড়িয়ে থেকে পুরো বিষয়টি তদারকি করছি। ছেলের জন্য অস্থির লাগছিল, বারবার ছেলেকে ফোন দিয়ে কথা বলেছি, তারপর গাড়ি পাঠিয়ে আমার কাছে নিয়ে এসেছি। ছেলেকে নিয়েই ঈদ করছি।’
এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব অভিনীত দুটি ছবি, শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও আবদুল মান্নান পরিচালিত ছবি ‘রংবাজ’। ছবি দুটি নিয়ে শাকিব বলেন, ‘দুটি ছবি একেবারেই আলাদা ধরনের, কোনোটার সঙ্গে কোনোটার গল্প বা গেটাপের মিল নেই। দর্শক একেবারেই আলাদা ধরনের ইমেজ পাবে।’
শাকিব আরো বলেন, ‘সকাল থেকেই বিভিন্ন সিনেমা হল থেকে ভালো খবর পাচ্ছি। কোরবানির ঈদে দর্শক কিছুটা কম হয়, কিন্তু আজ সকাল থেকেই দর্শক ছবি দেখছে, এটা অনেক বড় পাওয়া। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। যাদের ভালোবাসায় আমি শাকিব খান তাদের জন্য আরো সচেতনভাবে কাজ করে যাব।’ সূত্র : এনটিভি