173729

কোরবানি দিবেন অপু বিশ্বাস, কার নামে?

আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এরই মধ্য যে যার সাধ্যমতো কোরবানির পশু কিনেছেন। নিয়ত করেছেন কে কার নামে কোরবানি দিবেন। এবছর কোরবানি দিবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। যিনি সুপারষ্টার শাকিব খানকে বিয়ের পর নিজের নাম পরিবর্তন করে রেখেছেন অপু ইসলাম খান। ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন আট বছর হয়েছে। কিন্তু এখনও কোরবানি দেওয়া হয়নি অপুর।

তবে এবার নিয়ত করেছেন কোরবানি দেওয়ার।
অপু বলেন, এই প্রথম আমি কোরবানি দিচ্ছি। এর আগে শাকিব যখন কোরবানি দিতো তখন আমি লুকিয়ে বাসায় যেতাম। এবার প্রকাশ্যে কোরবানি দিবো। আমার ছেলের [আব্রাম খান জয়] জীবনেও এটা প্রথম কোরবানির ঈদ। তাই আমি নিয়ত করেছি ছেলের নামেই কোরবানি দিবো। ছেলের বাবাও [শাকিব খান] ছেলের নামে কোরবানি দিবে।
মানে প্রথম ঈদেই আব্রাম খান জয়ের নামে দুটি কোরবানি দেওয়া হচ্ছে। ২৪বিবিডি.কম

ad

পাঠকের মতামত