173762

কোরবানির ঈদে অপুর হাতের কোন রান্নাটা পছন্দ করেন শাকিব?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপু। ২০০৮ সালের ১৮ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান। শুরুতে এই বিয়ের খবর সবার অজানা ছিল। পরবর্তীতে অপু বিশ্বাস নিজেই খবরটি ভক্তদের জানান। দীর্ঘ নয় বছরের বিবাহিত জীবনে এবারই প্রথম ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে কোরবানি ঈদ কাটাচ্ছেন এই দম্পতি-তারকা। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আমার ছেলে আব্রাহাম খান জয়ের এবারই প্রথম কোরবানির ঈদ। তাই ঈদটি আমি আনন্দের সঙ্গে পালন করতে চাই।

আমরা পারিবারিকভাবেই আনন্দ উপভোগ করব। ২০০৮ সাল থেকে আমি শাকিবের সঙ্গে ঈদ করি। তবে এজন্য আমার তেমন কোনো বাড়তি দায়িত্ব পালন করতে হয় না। তাছাড়া প্রথম প্রথম আমি বিষয়গুলো বুঝতাম না। তবে ২০১৫ সালের কোরবানির ঈদ আমি একাই সামলেছি। সে বছর আমার শাশুড়ি হজ করতে গিয়েছিলেন। এটা ছিল আমার জন্য নতুন অভিজ্ঞতা। কারণ বিয়ের আগে এ ধরনের কাজ আমাকে করতে হয়নি। বিয়ের পরেও যে খুব করতে হয়েছে এমন নয়। আমার শাশুড়ি এসব সামলেছেন। আমাদের বাসার নিয়ম হলো, প্রথম কোরবানি হওয়ার পর ১০ কেজি মাংস রান্না করতে হয়। খিচুড়ি রান্না করতে হয়। এগুলো অবশ্য আমি নিজেই করেছি। আত্মীয়-স্বজনদের মাংস বন্টনও করেছি। এছাড়া ঈদ উপলক্ষ্যে টুকটাক শপিং তো করতেই হয়।’

শাকিব খান কী খেতে পছন্দ করেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শাকিব গরুর পায়া খেতে পছন্দ করে। আমার হাতের গরুর পায়ার রান্না শাকিব বেশি পছন্দ করে। কারণ আমি একটু ভিন্নভাবে রান্না করি। এছাড়া ছেচা মাংস, আচারি গোশত- এগুলোও করি। এগুলো শাকিব নান রুটি দিয়ে খেতে পছন্দ করে।’

আপনি কী খেতে পছন্দ করেন?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি খাসির বট অনেক পছন্দ করি। এই আইটেম আমি অনেক যত্ন নিয়ে রান্না করি।’

শাকিব-অপু জুটির সর্বশেষ ‘রাজনীতি’ সিনেমাটি গত ঈদুল ফিতরে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেছেন বুলবুল বিশ্বাস। এছাড়া এ জুটির ‘পাংকু জামাই’সহ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। উৎস : রাইজিং বিডি

ad

পাঠকের মতামত