173765

‘আল্লাহ তার ভালো করুক’

একজন অভিনয়শিল্পীকে কখন সফল বলা যায়? যখন তার অভিনয়ের ভক্ত থাকে। তার অভিনীত কাজগুলো মানুষ দেখার অপেক্ষায় থাকেন। একজন মানুষকে কখন সফল বলা হয়? উত্তরটা একই রকম। যে মানুষটি তার কাজ দিয়ে অন্য মানুষের মন জয় করে নেয়, যার জন্য সবাই মন খুলে দোয়া করে, তিনিই সফল মানুষ। অভিনয়ে ও বাস্তব জীবনে সফল তারকার সংখ্যা হাতেগোনা। হাতেগোনা এই তালিকায় এখন সবার আগে চলে আসবে পরীমণির নাম।

সহকারী শিল্পীদের মাঝে মাংস বিতরন করছেন পরী

অভিনয় দিয়ে তিনি মানুষের মন জয় করেছেন অনেক আগেই। এখন শুধু নিজেকে ছাড়িয়ে যাওয়ার কাজে ব্যস্ত। তবে পরী যে একজন সফল মানুষও, এর প্রমাণ পাওয়া যায় তার আশপাশের মানুষের কথায়। কারন পরিচিত সবাই সবসময়ই তার মঙ্গলকামনা করেন, তার কাজে খুশি হয়ে দোয়া করেন। না করার কারনও নেই। এবারের কোরবানির ঈদের কথাই ধরুন, সবাই যখন ব্যস্ত নিজেদের পরিবার নিয়ে পরী তখন বসে আছেন এফডিসি। সেখানে তিনি দুটি গরু কোরবানি দিয়েছেন চলচ্চিত্রের অসহায় সহকারী শিল্পীদের জন্য। যারা না থাকলে একটি চলচ্চিত্র সম্পূর্ন হয় না, অথচ দিন শেষে এক পরীমণি ছাড়া তাদের কেউ খোঁজ নেয় না।

 

তাইতো মাংস নিতে এসে সহশিল্পী ফারুক আহম্মেদ বলেন, ‘গত দশ বছর ধরে কোরবানি দিতে পারি না, সামর্থ্য নাই। আবার কারো কাছে হাত পাততে পারি না। সবাই জানে আমি অভিনয় করি। গত বছর পরী মণির দেওয়া কোরবানির মাংস খেয়েছি। গত মাস থেকেই চিন্তা করছিলাম এ বছর কে কোরবানি দেবে? এবার বোধ হয় আর মাংস খাওয়া হলো না, গত পরশু একটা নিউজে দেখলাম পরী এবারও দুইটা গরু কোরবানি দিচ্ছে আমাদের জন্য। আল্লাহ তার ভালো করুক।’

মাংস বণ্টনের দায়িত্বে থাকা পরিচালক রানা বলেন, ‘এই বছর আমরা নিজেরাই প্যাকেট করে তারপর মাংস বণ্টন করব। কারো ভাগে যেন কম বা বেশি না যায়, আবার সবাই যেন ঠিকভাবে পেতে পারে। এখানে যাঁরা আসছেন, তাঁরা সবাই আমাদের সহকর্মী, সবাইকে আমরা চিনি। যে কারণে সুন্দরভাবে সব কিছু করতে পারব বলে আশা করি।’
পরীমণি কি বলেন? ‘এফডিসি আমার দ্বিতীয় পরিবার। আর পরিবারের সব সদস্য নিয়েই আমি আনন্দ উদযাপন করতে চাই। এটা আমার দায়িত্ব। মানুষ মানুষের জন্য।’ ২৪বিবিডি.কম

ad

পাঠকের মতামত