173638

রামপুরায় বাসায় একা পেয়ে কিশোরীকে ধর্ষণ

রাজধানীর রামপুরায় বাসায় একা পেয়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার বিকালে রামপুরা ওয়াপদা রোড জাহাজ বিল্ডিং সংলগ্ন একটি বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই কিশোরী বিবাহিত। তার স্বামী একটি প্রাইভেট ফার্মে চাকরি করেন। ঘটনার সময় তার স্বামী কর্মস্থলে ছিলেন।
নির্যাতনের শিকার ওই কিশোরীর স্বামী বলেন, আমি অফিসে থাকায় বাসায় আমার স্ত্রী একা ছিলো। বিকাল ৫টার দিকে স্থানীয় বখাটে দীন ইসলামসহ ৪/৫ জন বাসায় প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে আমার স্ত্রী ঘটনা খুলে বললে তাকে রাত সোয়া ৮ টার দিকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। পরে চিকিৎসকরা তাকে এখানে ভর্তি করান।

নাম প্রকাশে অনেচ্ছুক জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, কিশোরীকে প্রথমে পরীক্ষা-নিরীক্ষার জন্য গাইনি বিভাগে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মোঃ বাচ্চু মিয়া জানান, গণধর্ষণের অভিযোগে মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি রামপুরা থানায় অবহিত করেছি।

ad

পাঠকের মতামত