অপু না মাহি কার ‘কমন সেন্স’ কম!
এশিয়ান টিভির ঈদ আয়োজনে ঈদের তৃতীয় দিন রাত ৭টায় প্রচার হবে সেলেব্রেটি শো ‘কমন সেন্স’। এক সাক্ষাৎকারে মাহির কাছে প্রশ্ন ছিল সহশিল্পী হিসেবে কোন নায়িকাকে পছন্দ? তিনি জানিয়েছিলেন, অপু বিশ্বাসের কথা।
এবার সত্যি সত্যি অপু-মাহিকে একসঙ্গে দেখা যাবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি এশিয়ান টিভিতে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটিতে জমিয়ে আড্ডা দিয়েছেন তিন তারকা। এতে ওঠে এসেছে মাহি ও অপুর জানা-অজানা অনেক বিষয়।
জয়ের আর একটি অনুষ্ঠানের অতিথি হয়ে এসেছিলেন অপু। তবে এবারই প্রথম জয়ের সঞ্চালনায় অতিথি হয়েছেন মাহি। 24binodonbd.com