173416

তিশার চেষ্টা হাবিবকে বিয়ে করা : রেহান

হাবিবের সাথে প্রোফাইল পিকচার দিয়ে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তানজিন তিশা। শনিবার রাতে তিশা তার ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্চ করেছেন। হাবিব ও তার বাইকে চড়ার একটি সেলফি পিকচার দিয়েছেন। আর এতে চটে গেছেন হাবিবের সাবেক স্ত্রী রেহান।

হাবিব- তিশার ওই ছবি নিজের ফেসবুকে রোববার সকালে পোস্ট করে একটি স্ট্যাটাসে রেহান লিখেছেন, ‘‘গত রাতে এই ছবিটি তিশা প্রোফাইল ছবি হিসেবে দেয়। আর তখন থেকেই প্রায় অনেকজন আমাকে পাঠায় ছবিটি। আর বলে, ‘ইয়েস ইউ আর রাইট রেহান আপু।’’
স্ট্যাটাসে রেহান আরো লিখেছেন, ‘যাক তিশা ভালো করলো নিজেই প্রমাণ দিয়ে দিল। প্রশ্ন থাকতে পারে দুইজন সেলিব্রেটি এমন ছবি তুলতেই পারে। কিন্তু এমন টাইমে কেন এই ছবি? আসলে তিশার আসল চেষ্টা হাবিবকে বিয়ে করা। তাই এটা কেন আরও কত ছবি সামনে তুমি দেবে। যেসব তুমি সংরক্ষণ করে রেখেছে ডক্যুমেন্ট (প্রমাণ) হিসেবে।

তিনি লেখেন, ‘তোমার মতো মেয়ে আলিমের (হাবিব-রেহানের একমাত্র সন্তান) জন্মদিনে আসতে দেয় না হাবিবকে। আর আমার সাথে দেখা হয় কি না। বাপরে!!! আমার সাথে যা যা করেছো একজেক্টলি সেম (একই) জিনিস যদি তোমার ফিউচার হাজবেন্ডের (ভবিষ্যত স্বামী) সাথে কেউ করে তখন কী করবে তুমি? দাও দাও আরও ছবি দাও তুমি। তুমি এটাই চেয়েছিলে সবাই জানুক তুমি ওর সাথেই থেকেছো। আর আছো।’


তবে হাবিব তিশা কেউ এ বিষয়ে মুখ খুলছেন না। তারা বলে আসছে ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়াকে বলতে তারা বাধ্য নয়।
উল্লেখ্য, ২০১১ সালের ১২ অক্টোবর চট্টগ্রামের মেয়ে রেহান চৌধুরীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের। এরপর পাঁচ বছরের দাম্পত্য জীবনে ২০১২ সালে ২৪ ডিসেম্বর তাদের ঘর আলোকিত করে আসে একমাত্র সন্তান আলিম। কিন্তু এ বছরের ১৯ জানুয়ারি তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।

তবে এরও আগে ২০০৩ সালে প্রথম লুবায়না নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হাবিব। বিয়ের কয়েক বছরের মাথায় প্রথম স্ত্রীর সঙ্গেও বিচ্ছেদ ঘটে তার।

ad

পাঠকের মতামত