গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে প্রবেশ, রোহিঙ্গার মৃত্যু
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. মুসা (২২)।
চমেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের এএসআই শীলব্রত বড়ুয়া জানান, শুক্রবার রাতে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে প্রবেশ করেন রোহিঙ্গা মুসা। অবস্থা গুরুতর হওয়ায় তাকে শনিবার সকাল ৭টায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। লাশ চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান এএসআই।