173089

জানেন, কেন মেয়েদের পোশাক পরে ঘুরছে এই ছেলেরা?

ক্যালিফোর্নিয়ার সান বেনিটো স্কুলের ছাত্ররা প্রতিবাদ জানাতে বেছে নিয়েছে মেয়েদের পোশাককে। জানা গেছে, অফ শোল্ডার পোশাক পরার জন্য স্কুলের প্রায় ২০ জন ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারই প্রতিবাদে এই অভিনব পদক্ষেপ নিয়েছে ছাত্ররা। স্কুল কর্তৃপক্ষর দাবি, অফ শোল্ডার পোশাক পরা স্কুলে বারণ।

অন্যদিকে ছাত্রীদের দাবি, এরকম কোনও ড্রেস কোডের কথা তারা অন্তত জানত না। অফ শোল্ডার পোশাক এই সময়ের ফ্যাশন ট্রেন্ড। তাই এই ধরনের পোশাক পরেই এসেছিল তারা।

কিন্তু স্কুল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে রীতিমতো অপমানিত তারা। অপমানিত ছেলেরাও। এ ধরনের পোশাকবিধি ‘সেক্সিস্ট’ বলেই মনে করেছে তারা। আর তাই মেয়েদের পোশাক পরেই প্রতিবাদ করেছে ছেলেরা।

আপাতত এ ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল। ছাত্রীদের অপমানের প্রতিবাদে যেভাবে পাশে দাঁড়িয়েছে ছাত্ররা, তাতে মুগ্ধ সকলেই। ‘সেক্সিস্ট’ মন্তব্য ইত্যাদির কারণেই প্রায়শ কাঠগড়ায় থাকে সোশ্যাল মিডিয়া। সেখানেই এখন লিঙ্গ বৈষম্যের এই প্রতিবাদ আলোচনার শীর্ষে।

ad

পাঠকের মতামত