আবার বিয়ে করতে যাচ্ছেন গর্ভবতী এষা
মেয়ে এষা অন্তঃসত্ত্বা। এ খবর জানিয়েছিলেন হেমা মালিনী। এখন শোনা যাচ্ছে ফের বিয়ের পিঁড়িতে বসছেন এষা। পাত্র? অন্য কেউ নন। স্বামী ভারত তাখতানিকেই ফের বিয়ে করতে যাচ্ছেন তিনি।
সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত খবর অনুযায়ী, পরশুদিন এষার সাধ অনুষ্ঠান হবে। সেখানেই দ্বিতীয়বার বিয়ে হবে দুজনের। সিন্ধি পরিবার এই রীতি মানেই নাকি সাধ অনুষ্ঠান পালন করে থাকেন। এক্ষেত্রে সাতবার নয়, তিনবার আগুনের চারপাশে পাক দিতে হয় স্বামী-স্ত্রীকে। স্বাভাবিকভাবেই এখন সাজোসাজো রব দেওল ও তাখতানি পরিবারে। মেহেন্দি অনুষ্ঠানও করা হবে।
তবে, এই অনুষ্ঠানে বাইরের লোক থাকার নিয়ম নেই। শুধুমাত্র পরিবারের সদস্যরা অংশ নিতে পারেন।
বিয়ের সময় তিরুপতি থেকে পুরোহিত আনিয়েছিলেন হেমা। সেই পুরোহিত নাকি তামিল ছাড়া অন্য কোনও ভাষা জানতেন না। ফলে তাঁর কথা বুঝতে অসুবিধে হয়েছিল এষার শ্বশুরবাড়ির সদস্যদের। এবার আর সেই ভুল হচ্ছে না। যে পুরোহিত আসছেন তিনি নাকি হিন্দি জানেন। নিজেই একথা জানিয়েছেন এষা।