আরেক মাস্টারমাইন্ড সনাক্ত
গুলশান ও শোলাকিয়াসহ জঙ্গিদের লাগাতার কয়েকটি হত্যাকাণ্ডের মাষ্টারমাইন্ড হিসেবে জাহাঙ্গীর ওরফে রাজিব গান্ধি ওরফে জাহিদ ওরফে শান্ত নামে এক শীর্ষ জঙ্গির নাম পরিচয় জেনেছেন গোয়েন্দারা।
ঢাকায় গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তাকে গ্রেপ্তারে ইতোমধ্যেই গোয়েন্দা জাল ছড়ানো হয়েছে। নিজের গ্রামে শান্ত নামে পরিচিত হলেও জঙ্গির পরিচয় আড়াল করতেই রাজিব গান্ধি নাম ধারণ করে সে।
আজ সোমবার দুপুরে ঢাকায় কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের অতিরিক্ত কমিশনার মোঃ মনিরুল ইসলামও সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন। তবে ওই জঙ্গির বিস্তারিত পরিচয় জানাননি তিনি।