‘মধ্যপ্রাচ্য থেকে আসে জঙ্গি হামলার অর্থ’

monirulঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম দাবি করেছেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার অর্থ মধ্যপ্রাচ্য থেকে এসেছিল।

 

 

 
তিনি আজ সোমবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি’র মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ‘গুলশান ও শোলাকিয়ায় হামলার আগে জঙ্গিরা হুন্ডির মাধ্যমে ১৩ লাখ টাকা গ্রহণ করে। আর এ অর্থ হুন্ডির মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে আসে এবং অর্থ গ্রহণকারীকে তারা সনাক্ত করতে পেরেছেন। তাকে গ্রেফতারের চেষ্টাও অব্যাহত রয়েছে।’

 

 
মনিরুল ইসলাম জানান, গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় ব্যবহৃত অস্ত্রের চালানও দেশের বাইরে থেকে এসেছিল। এসব অস্ত্র সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। তবে অস্ত্রগুলো ঠিক কোন দেশের তা এখনো নিশ্চিত করা যায়নি। অস্ত্র কারা প্রেরণ ও গ্রহণ করেছে তাও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

 

ad

পাঠকের মতামত