‘ঢাকা অ্যাটাক’ নিয়ে নতুন ঘোষণা

Dhaka Attack Sunny Saroar‘ঢাকা অ্যাটাক’ নিয়ে নতুন ঘোষণা দিলেন পুলিশ কর্মকর্তা সানী সারোয়ার।

নিজের ফেসবুকে এই কাহিনীকার আগামী ৫ নভেম্বর থেকে নতুন সিনেমার শুটিং শুরু করে কাজটি দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন। আগামী বছরের শুরুতে ছবিটি মুক্তি দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দীর্ঘদিন ধরেই ছবির শুটিং বন্ধ রয়েছে। তবে এবার কাজ দ্রুত শেষ করার কথা জানান পরিচালক দীপংকর দীপন।

এ বিষয়ে পরিচালক দীপংকর দীপন বলেন, ‘আমরা পুরো টিম একসঙ্গে বসে ছবিটি দেখেছি। আমরা যা আশা করেছিলাম, তেমনটাই পেয়েছি। এখন বাকি কাজ টানা শেষ করতে চাই। নভেম্বরের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু করার পরিকল্পনা আছে।’

ছবিটি কবে মুক্তি পাবে—জানতে চাইলে পরিচালক বলেন, ‘ডিসেম্বরের প্রথম সপ্তাহে ছবির শুটিং শেষ হয়ে যাবে। বাকি এক মাসে কাজ শেষ করে মুক্তি দিতে পারব কি না, এখনই বলতে পারছি না। কারণ, আমরা যে মানের কাজটি করছি, তাতে তাড়াহুড়ো করা যাবে না। তবে আমরা চেষ্টা করছি ছবিটি বছরের শুরুতেই দর্শককে উপহার দিতে।’

এদিকে ছবিটির কাহিনীকার সানী আনোয়ার ‘ঢাকা অ্যাটাক’কে স্বপ্নের প্রকল্প উল্লেখ করে নিজের ফেসবুকে লিখেছেন, ‘ঢাকা শহরের ঘটে যাওয়া কিছু ভয়াবহ অপরাধের ফলে সৃষ্ট পরিস্থিতির একটি বাস্তবভিত্তিক শৈল্পিক রূপায়ণ এই সিনেমা। পূর্ণদৈর্ঘ্য এই সিনেমা সব শ্রেণির দর্শকের জন্যই নির্মিত হচ্ছে। তবে থ্রিলারপ্রেমী দর্শক সবচেয়ে বেশি উপভোগ করবেন। পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট, গোয়েন্দা বিভাগসহ নানা ইউনিটের ট্যাকটিক্যাল এক্সপার্টাইজে ভরপুর এই সিনেমা। সম্পূর্ণরূপে মৌলিক গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটিতে যে আপনি হলিউড মুভির একটা ফ্লেভার পাবেন, তা শতভাগ নিশ্চিত।’

ছবি নিয়ে সানী আরো লিখেছেন, ‘জানুয়ারি ২০১৬ থেকে শুটিং শুরু হয়ে গত এপ্রিল পর্যন্ত ৭০ ভাগ শুটিং কার্যক্রম সম্পন্ন হয়। অতঃপর দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর আবার আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুটিং শুরু হতে যাচ্ছে।’

‘আজ (শুক্রবার) ছিল পরবর্তী কাজ শুরুর মহড়া। সবাই মিলে রাফ-এডিটিং অংশটুকু দেখে নিলাম। অনেকটাই মুগ্ধ… তবে কাজ অনেক বাকি। বাকি অংশের শুটিং শেষে সিনেমাটি আগামী Happy New Year 2017-কে টার্গেট ধরে মুক্তি দেওয়ার তোড়জোড় চলছে’।

‘ঢাকা অ্যাটাক দেশের সিনেমার ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা করবে বলে আমাদের বিশ্বাস। আর যাঁরা অ্যাকশন, থিলার, পুলিশ মুভি প্রভৃতি পছন্দ করেন, তাঁদের জন্য এক মহা আনন্দের খোরাক।’

‘ঢাকা অ্যাটাক’ পরিচালক দীপনের প্রথম ছবি। পুলিশ বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে নির্মিত ছবিটির শৈল্পিক ও বাণিজ্যিক সাফল্যের ব্যাপারে আশাবাদী নির্মাতা প্রতিষ্ঠান থ্রি হুইলার্স ও স্পল্যাশ মাল্টিমিডিয়া। ছবিটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ ও মাহিয়া মাহি।

ad

পাঠকের মতামত