ফুটপাতে হকারের কাছে পুলিশের তোলাবাজি (ভিডিও)
রাস্তায় হকার উচ্ছেদে সরকারি কিছু দপ্তর নানা প্রচেষ্টা নিলেও কেন হকার উচ্ছেদ হয় না জানেন? কারণ, পুলিশের টাকা খাওয়া। সিটি করপোরেশনসহ বিভিন্ন পৌরসভার মেয়ররা এমন অভিযোগ হরহামেশা করলেও কে শোনে তাদের কথা।
পুলিশ ফুটপাত ও রাস্তায় ভাসমান হকারদের থেকে যেভাবে টাকা তোলে তার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি পুলিশ রাস্তায় রাস্তায় ঘুরে হকারদের থেকে টাকা আদায় করছে। প্রথমে সে ধরে এক ব্যাগ বিক্রেতাকে। হাতে করে ব্যাগ বিক্রি করা ওই হকার পুলিশকে টাকা দিল।
এরপর সে হেঁটে যায় ভেলপুরি বিক্রেতার কাছে। সেখানে তার পাশে দাঁড়িয়ে থেকে টাকা দিল ওই পুলিশ।
এরপর পুলিশটি গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা অপর এক হকারের কাছে। সেখানেও টাকা নিয়ে গেল পরের জনের কাছে।
অভিযোগ রয়েছে, ঢাকা শহরের বিভিন্ন ফুটপাত ও ভাসমান হকারদের থেকে পুলিশ প্রতিদিন এক শিফটে ২০ টাকা করে তোলে। যদিও পুলিশের কর্তাব্যক্তিরা কখনই এই অভিযোগ স্বীকার করেনা।
কিন্তু, রাস্তার ফুটপাতে দোকান রয়েছে বা হকার এমন পরিচিত কেউ থাকলে তাদের কাছে জানতে পারবেন তারা প্রতিদিন সংশ্লিষ্ট থানা পুলিশের বিটকে টাকা দেয়।
নিচে দেখুন ভিডিওটি: