তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে চীন!

chinসামনে কঠিন সময় অপেক্ষা করছে; তাই জনগণকে আসন্ন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তত থাকার নির্দেশনা দিয়েছেন চীনা প্রতিরক্ষা মন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান। তিনি আসন্ন এ যুদ্ধকে ‘গণযুদ্ধ’ বলা হলেও আন্তর্জাতিক কিছু মিডিয়ায় এটা ‘তৃতীয় বিশ্বযুদ্ধে’ চীনের প্রস্তুতি বলে জায়গা করে নিয়েছে।

সার্বভৌমত্ব রক্ষায় চীনকে এ যুদ্ধে অংশ নিতে হবে উল্লেখ করে ওয়ানকুয়ান বলেন: আমাদের ভূখন্ড রক্ষায় আমাদের প্রস্তুতি রাখতে হবে। আমি আমাদের নাগরিকদের বলছি- সর্বোচ্চ প্রস্তুতি রাখুন। আগামী কয়েক মাস খুব গুরুত্বপূর্ণ। যেকোন সময় আমরা আক্রান্ত হতে পারি। সার্বভৌমত্ব রক্ষায় আমরা বিন্দুমাত্র ছাড় দেবো না।

চীনের চেচিয়াং প্রদেশ পরিদর্শনকালে ওয়ানকুয়ান এ কথা বলেন।

দক্ষিণ চীন সাগরে জলসীমা নিয়ে চীনের সঙ্গে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ানের বিরোধ রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক একটি ট্রাইব্যুনাল দক্ষিণ চীন সাগরের অধিকাংশ এলাকার ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি খারিজ করে দেয়।

তবে এ রায় মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে চীন। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশি কয়েকটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়ন চলছে চীনের।

আসন্ন যুদ্ধ সমুদ্রকে কেন্দ্র করে হবে উল্লেখ করে ওয়ানকুয়ান

ad

পাঠকের মতামত