ইয়েমেনের স্কুলে বিমান হামলায় ১০ শিশু নিহত

ye417ইয়েমেনের একটি স্কুলে সৌদি জোটের বিমান হামলায় ১০ শিশু নিহত হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)।

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকার একটি স্কুলে ওই হামলা চালানো হয়। হামলায় আরো ২৮ জন আহত হয়েছে।

এমএসএফের মুখপাত্র মালাক শাহের জানান, শনিবার সাদা প্রদেশের হাইদান এলাকার কোরানিক স্কুলে বিমান হামলার ঘটনায় ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরো ২৮ জন। এদের সবার বয়স ১৫ বছরের নিচে।

ad

পাঠকের মতামত