নিউ জার্সির কনসার্টে দুর্ঘটনায় আহত ৪২
নিউ জার্সির একটি কনসার্টে বেস্টনি ভেঙে ৪২ জন আহত হয়েছে। র্যাপার স্নুপ ডগ এবং উইজ খলিফার কনসার্ট চলাকালীন সময়ে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএন।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল বাহিনীর সদস্যরা জানিয়েছেন, আহতদের অবস্থা বেশি গুরুতর নয়। কনসার্টের একটি বেস্টনী ভেঙে নিচে পড়ে গিয়ে আহত হন তারা।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কমপক্ষে ৫০ জন দর্শক বেস্টনী ভেঙে ১০ ফুট নিচে পড়ে আহত হয়েছেন।