ট্রাম্পের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে হিলারি: জরিপের ফল

hillary-clinton-thumbs-upআসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন। এনবিসি নিউজ ও ওয়াল স্টিট জার্নাল পরিচালিত নতুন এক জরিপে এ চিত্র উঠে এসেছে।

এতে দেখা গেছে ডেমোক্রেটিক দলের টিকিট পাওয়া হিলারি ও তার রানিংমেট টিম কেইন নিবন্ধিত ভোটারদের ৪৭ শতাংশের সমর্থন পেয়েছেন। পক্ষান্তরে রিপাবলিকান শিবিরের প্রার্থী ট্রাম্প ও তার রানিংমেট মাইক পেন্স পেয়েছেন ৩৮ শতাংশ সমর্থন।

উল্লেখ্য, গত মাসের এক জরিপে হিলারি ও ট্রাম্পের মধ্যে পার্থক্য ছিল ৫ পয়েন্ট। এক মাসের ব্যবধানে তা আরো ৪ পয়েন্ট বেড়েছে। জরিপে আরো দেখা গেছে, নারী, আফ্রিকান আমেরিকান, তরুণ সম্প্রদায়, কলেজ ডিগ্রি আছে এমন শ্বেতাঙ্গ ভোটার এবং শ্বেতাঙ্গ নন এমন সব ভোটারের সমর্থন রয়েছে হিলারির প্রতি।

ওদিকে ট্রাম্প সমর্থন পাচ্ছেন শ্বেতাঙ্গ ভোটারদের। এদের মধ্যে এমন ভোটার রয়েছেন যাদের কলেজ ডিগ্রি নেই। পুরুষদের তরফ থেকে উভয় প্রার্থীই কাছাকাছি সমর্থন পাচ্ছেন।

ad

পাঠকের মতামত